আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিলেন ফাউন্ডেশন অফ হিউম্যানিটি 

 

 

সিফাতুল  ইসলাম প্রান্ত :

দেশ ও দশের কল্যাণে কাজ করতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাধ্যানুযায়ী আর্থিক সাহায্য কামনার জন্য কাজ করে যাচ্ছে “ফাউন্ডেশন অফ হিউম্যানিটি “।

যেহেতু দেশের ও সাধারন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সেহেতু ২২ মে রোজ শুক্রবার জামালপুর জেলার সরিষাবাড়ি থানার কয়েকগ্রামে ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন “ফাউন্ডেশন অফ হিউম্যানিটি। প্রেসিডেন্ট নয়ন আহম্মেদ ও জেনারেল সেক্রেটারী আব্দুল মুনঈম এর বিশেষ তত্ত্বাবধানে বার জন সদস্যের সহযোগিতায় ঈদ উপহার পৌছে দিয়েছেন।
সদস্যরা হলে:শুক্কুর মাহমুদ,জাহাঙ্গীর আলম,আশিক,হাবিব,রনি,রকিব,রিকন,সুজন,মাছুম,শান্ত,কাওসার,শ্রাবণ।

“ফাউন্ডেশন অফ হিউম্যানিটির” এর প্রেসিডেন্ট বলেন-
মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। পৃথিবী নামক এই গ্রহে মানুষ বেচে থাকে মানুষের ভালোবাসায়। সমাজ উন্নত হয় মানুষের কর্মে। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পায় মানুষের সংগ্রামে। অসহায় মানুষ সহায় হয় মানুষের সহায়তায়। তাই ফাউন্ডেশন অফ হিউম্যানিটি এই রমজানে ১৫০ পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে সুখ ভাগ করে নিবে।এই সুখ ভাগের আয়োজনে প্রতিটি মানুষের সাহায্য আমাদের প্রয়োজন। মানুষের জন্য সবাই একসাথে হবো। আমরা মানুষের জন্য প্রাণে প্রাণ মিলাবোই। সবার জীবন সুন্দর হোক এই প্রতাশায় তার।

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নয়ন আহম্মেদ আরও বলেন,যেকোনো প্রয়োজনে ও সমস্যাসংকুল পরিস্থিতিতে সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা সব সময় পুঠিয়ারপাড়া গ্রামবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব, ইনশাল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ