আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে স্বপ্নডানা পরিবারের উদ্যোগে বেসরকারি শিক্ষকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে সারা বিশ্ব। এর ব্যতিক্রম আমাদের দেশ বাংলাদেশ নয়। করোনার বিস্তার রোধে সারা দেশে লকডাউন চলছে। যার কারণে কর্মহীন হয়ে বেকার অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন শ্রেণী-পেশাজীবি এমনকি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাগন। তাই মানুষ গড়ার কারিগর শিক্ষক – শিক্ষিকাদের কথা চিন্তা করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধামরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নডানা পরিবারের উদ্যোগে ও স্বপ্নডানা পরিবারের পক্ষ থেকে ধামরাই পৌরসভার ১৫টি বেসরকারি শিক্ষক – শিক্ষিকাদের ঈদ উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২১শে মে) সকাল ১১টার সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজর মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ধামরাই পৌরসভার ১৫টি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ধামরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নডানা পরিবার।
ঈদ উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় সংক্ষিপ্ত অনুষ্ঠান স্বপ্নডানা পরিবার এর সভাপতি মোঃ শাহরিয়ার ফেরদৌস রানা’র সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা
আরো উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার শিক্ষা পাতার সম্পাদক মোঃ মাহমুদ ইকবাল, এ্যাডভোকেট মোঃ তুহিন, পৌর আওয়ামী যুবলীগ নেতা গার্ণেল, স্বপ্নডানা পরিবার এর সদস্য- মোঃ শিহাব মিয়া, মোঃ ইরাম, মোঃ আলমাস উদ্দিন সবুজ, সজিব, পল্লব ও অন্যান্য সদস্যবৃন্দ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই থানার অফিসার ইনচার্জ শ্রী দীপক চন্দ্র সাহা বলেন- করোনার বিস্তার রোধে সারা দেশে লকডাউন চলছে। যার কারণে কর্মহীন হয়ে পড়েছে দেশের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকার দেশের জনগণের প্রাণ বাঁচাতে নানানুখী উদ্যোগ গ্রহন করেছে। আপনারা স্বাস্হ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে সুরক্ষিত ও নিরাপদ রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ