আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ; চালক নিহত

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম রাজিবুল ইসলাম (১৯)। তিনি রাজধানী যাত্রাবাড়ির ডেমরা এলাকার বাসিন্দা।

আজ ২১ মে বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় লকডাউনের মাঝেও মহাসড়কের দু’পাশে শত শত যান আটকা পড়ে। মহাসড়ক প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যান উদ্ধার করা হয়েছে। নিহত পিকআপ চালকের লাশ পুলিশ হেফাজতে আছে। মহাসড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ