মো. মুশফিক হাওলাদার, ভোলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদকে ঘিরে জমে উঠেছে ভোলার লালমোহন উপজেলার পোশাকের দোকানগুলো। ভ্যাপসা গরম উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটগুলো মুখর হয়ে উঠেছে ক্রেতাদের পদচারণায়। তবে ঈদ মার্কেটে লালমোহন উপজেলায় এগিয়ে নারীরা।
১৫ রমজানের পর থেকেই ঈদের বাজার অনেকটা জমে উঠেছে বলে দাবি বিক্রেতাদের। লালমোহন পৌরশহরের বিভিন্ন পোশাকের দোকান ঘুরে দেখা গেছে, নারী ও শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। ঈদ মার্কেটে এ বছর ক্রেতাদের বেশি চাহিদা আলিয়া কার্টিন, সারারা-গারারা থ্রি-পিস, নায়রা কাট ড্রেস, টু-পিস কামিজ-সেলোয়ার, গাউনসহ বিভিন্ন ব্রান্ডের শাড়ি।
এ ছাড়া ঈদ উপলক্ষে পুরুষদের চাহিদা সবচেয়ে বেশি পাঞ্জাবিতে। কেবল পৌরসভার দোকানগুলোই নয়, ঈদের পোশাক কেনা-কাটায় জমে উঠেছে গ্রামগঞ্জের বাজারগুলোও। পৌরসভার হাইস্কুল সুপার মার্কেটের মারুফ ফ্যাশনের স্বত্বাধিকারী মো. মমিনুল ইসলাম বলেন, এ বছর ঈদ উপলক্ষ্যে বিক্রি অনেক ভালো। তবে আমাদের পোশাক বেশি দামে কিনে আনতে হয়েছে। এজন্য বিক্রিও একটু বেশি দামেই করতে হচ্ছে।
এনিয়ে ক্রেতাদের সঙ্গে অনেক দামাদামি করতে হয়। তারপরও সীমিত লাভেই ক্রেতাদের কাছে তাদের পছন্দের পোশাক বিক্রির চেষ্টা করছি।
তানভির সুজ’র স্বত্বাধিকারী নয়ন জানান, আমরা নিম্ম আয়ের মানুষের কথা চিন্তা করে কম টাকার মধ্যে মোটামুটি ভাল জুতা বিক্রির চেষ্টা করছি, আমরা ১০০ থেকে ৮০০ টাকার মধ্যে জুতা বিক্রি করে থাকি
ঈদ উপলক্ষ্যে পোশাক কিনতে আসা মমতা ও হাফছাসহ কয়েকজন নারী ক্রেতা জানান, পোশাকের দাম আগের তুলনায় অনেক বেশি। কোনো পোশাক পছন্দ হলেই দোকানদাররা আকাশছোঁয়া দাম চাচ্ছেন।
তারপরও দামাদামি করে যতটুকু কমিয়ে কেনা যায়, তা দিয়েই পোশাক কিনতে হচ্ছে। মো. মাসুম বিল্লাহ নামের এক ক্রেতা বলেন, ঈদ উপলক্ষ্যে নিজের পরিবার এবং আত্মীয়স্বজনদের জন্য শপিং করতে এসেছি। রোজার শেষের দিকে মার্কেটে অনেক ভিড়, শপিং করতে এসে বিভিন্ন দোকান ঘুরে যতটুকু মনে হয়েছে, বিগত বছরের চেয়ে এবছর পোশাকের দাম অনেক চড়া। তবুও ঈদ উপলক্ষ্যে সাধ্যের মধ্যে যা কেনা যায় তাই কিনছি।
লালমোহন হাই স্কুল সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদ হাওলাদার জানান, ঈদ উপলক্ষ্যে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছি। রোজার শুরুতেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানা পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আমরা দেখছি পুলিশ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে বাজারের মধ্যে নিয়মিত টহল দিচ্ছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান,আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের থানা পুলিশের কয়েকটি টিম নিয়মিত কাজ করছে। বাজারের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এরপরও যদি কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিক আমাদেরকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ থাকবে।