আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল, নগট টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের ডেইরী গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বাস যাত্রী লিটন জানায়, আমি একজন ব্যবসায়ী। বিকেলে শুভযাত্রা বাসে করে গুলিস্তান থেকে মালামাল নিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় যাচ্ছিলাম। সন্ধ্যায় সাভারে পৌঁছালে সিটি সেন্টারের সামনে থেকে কয়েক জন যাত্রীবেশে বাসে ওঠে।

পরে তারা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিস পত্র লুট করে সিএনবি এলাকায় নেমে যায় বলে জানান তিনি।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বাসটি ছিলো। তারা তাদের সহপাঠীদের খবর দিয়ে বাসটি আটক করে সাভার মডেল থানায় ড্রাইভার, হেলপার ও কন্ট্রাকটরকে হস্তান্তর করেন। সাভার মডেল থানা পুলিশ সেই তিনজনকে আটক করেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, বাসটি যাত্রীরা জাহাঙ্গীরনগর ডেইরি গেটে আটকে রাখে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি সাভার থানার তাই বাসটি ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আমাদের থানা পুলিশের একটি টিম কাজ করছে। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ