আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়া আল-ঈমান মহিলা আলিম মাদ্রাসার বোর্ড অব ডাইরেক্টর্স , উপদেষ্ঠা ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে. ইফতার মাহফিল ও ৪৪ তম অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৩ রমজান (২৪ মার্চ সোমবার) বিকাল ৪ টার সময় আল-ঈমান মহিলা আলিম মাদ্রাসায় শেখ হাসান অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপদেষ্ঠাদের সম্মানে ইফতার মাহফিল ও ৪৪ তম অধিবেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব শরীয়া এন্ড ইসলামিক স্টাডিজ এর ডীন এবং আল-ঈমান আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মদ রশীদ জাহেদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জামিয়া দারুল মা’আরিফ মাদ্রাসার মুহাদ্দিস ও আল-ঈমান মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা শেখ সাইফুল্লাহ মাদানী ।
উপদেষ্ঠাদের সম্মানে ইফতার ও ৪৪ তম অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন , অত্র মাদ্রাসার বোর্ড অব ডাইরেক্টর্স এর সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান ।
ইফতার মাহফিল ও অধিবেশন সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার , অত্র মাদ্রাসার শিক্ষা বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম , অত্র মাদ্রাসা পরিচালনা বোর্ডের সহ-সভাপতি মন্জুরুল আলম , পরিচালনা বোর্ডের সদস্য সচিব আবুল হোছাইন ,
পরিচালনা বোর্ডের সদস্য মমতাজুল হক , সদস্য আহমদ উল্লাহ , সদস্য মোর্শেদ আলম , সদস্য হাবিব উল্লাহ বাবুল , সদস্য মুফিজুর রহমান প্রমূখ ।
অধিবেশন সভায় “আলোচ্য বিষয়ে বিগত মিটিং এর প্রসেসিং পাঠ ও অনুমোদন , বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার তারিখ নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয় । একই সাথে বার্ষিক হিসাব পেশ , এবং ২৫ সালের শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিবেদন ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয় ।
দাখিল পরীক্ষায় মহেশখালীতে আল-ঈমান মাদ্রাসার ভাল ফলাফল অর্জন করায় অত্র মাদ্রাসার সকল শিক্ষকগনকে আন্তরিক ধন্যবাদ জানান পরিচালনা বোর্ডের কর্মকর্তাগন ।