আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে শফিউল আলম (২৯) নামের এক ব্যাক্তি খুন হয়েছে ।

২০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে । নিহতের ভাই মনিরুল আলম জানান, কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা লোকালয় থেকে প্যারাবনের দিকে পালিয়ে যাচ্ছিল, এসময় লবণ মাঠে কাজ করছিল শফিউল ।

শফিউল সন্ত্রাসীদের দেখে ফেলায় সে কোস্ট গার্ডকে বলে দিবে এই ভয়ে সন্ত্রাসীরা শফিউলকে গুলি করে ।
আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউলকে মৃত ঘোষণা করেন ।

নিহত শফিউল আলম চিকনিপাড়া এলাকার মৃত নজির আহমদের পুত্র । ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার (ওসি) কাইছার হামিদ বলেন, কালারমারছড়ায় সন্ত্রাসীদের কোস্ট গার্ডের ধাওয়াকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি, আমি ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত তথ্য নিয়ে জানাবো ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ