মহেশখালী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল এর অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালী উপজেলা যুবদলের আওতাধীন কালারমারছড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ১৯ রমজান (২০ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ।
ইফতার বিতরণ শেষে ইউনিয়নের উত্তর ঝাপুয়া বাজারে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ক ম আলমগীরের সভাপতিত্বে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান ।
ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা কামাল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রিদুয়ানুল হক চৌধুরী পুতুল , বিশেষ অতিথি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম মনি , ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জমির উদ্দিন ,
উক্ত দোয়া মাহফিলে সঞ্চালনা করেন কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সেলিম মাহমুদ জীবন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য বদরুল আলম ছাদেক , ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামশুল আলম পিংকি , ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আবু আহমদ চৌধুরী , যুগ্ন আহবায়ক ইব্রাহীম বাবুল , যুগ্ন আহবায়ক মোঃ আলী ,
যুগ্ন আহবায়ক হামিদ হোছাইন , যুগ্ন আহবায়ক নাজমুল হাসান ফরহাদ , ইউনিয়ন যুবদলের সদস্য এহছানুল করিম , সদস্য মোঃ শাহাদাত নুর , যুবদলের সদস্য জুয়েল চৌধুরী , ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইসমাইল , সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান , ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফোরকার , সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম রুবেল , ইউনিয়ন যুবদলের সদস্য করিম উল্লাহ ,
বোরহান উদ্দিন , দিল মোহাম্মদ , জয়নাল আবেদীন , ওসমান গনি , শফিউল করিম , মোঃ রুবেল , তৌহিদুল ইসলাম মিশুক , মোঃ এমরান প্রমূখ । এ ছাড়াও ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন , কালারমারছড়া ইউনিয়ন যুবদলের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি – সম্পাদক ও সদস্যগন ।
প্রধান বক্তার বক্তব্যে মহেশখালী উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা কামাল বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কালারমারছড়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণের যে আয়োজন করেছে তা দলের ভাবমূর্তি উজ্জ্বল করবে ।
প্রধান অতিথির বক্তব্যে কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য । আমাদের কে এই লক্ষ্যে অটুট থাকতে হবে।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মতে দলের কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে কোনো চাঁদাবাজি বা অপকর্মে জড়িয়ে পড়ে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড । তাই প্রত্যেক নেতাকর্মীদের কে সৎ মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান ।