আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

ধামরাইয়ে প্রকাশ্যে দিবালোকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে মাটি ব্যবসাকে কেন্দ্র করে দিন দুপুরে বাড়ির পাশেই আবুল কাশেম (৫৭) নামের এক বিএনপি নেতা কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা ও মাটি ব্যবসা কে কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তাকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা।

মৃত আবুল কাশেম (৫৭) ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

নিহতের ছেলে কামরুল হাসান বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন তার বাবা। বাড়ি থেকে সড়কে ওঠার সাথে সাথেই আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন, মাটি ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে তাকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা তার।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ