আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

সাভারে হত্যা চেষ্টা মামলার আসামী যুবলীগ কর্মি গ্রেফতার

সাভার প্রতিনিধি:

গত ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়ে যায় পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালিয়ে যাওয়ার আগে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগের নেতাকর্মিরা নির্বিচারে গুলি করে ৮ শতাধিক ছাত্র জনতা হত্যা করে।

এসময় আহত হয় প্রায় ২০ হাজারের মতো যাদের মধ্যে এখনও অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অনেকে পঙ্গু হয়ে বিছানায় পড়ে রয়েছে। সেই ৫ আগষ্ট ঢাকা জেলার সাভার ও আশুলিয়াতেও প্রায় শতাধিক ছাত্র-জনতা গুলিতে নিহত হয়। আর এসব হত্যাকাণ্ডে নিহতের পরিবারের সদস্যরা সাভার ও আশুলিয়া থানায় প্রায় ৫০ এর অধিক হত্যা মামলা দায়ের করেছেন।

সেই হত্যা চেষ্টা মামলার আসামী সাভার পৌর যুবলীগ কর্মি ফরহাদ হোসেনকে (৪০) বুধবার বিকেলে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়,  সাভারের উলাইল এলাকায় আলী আকবরের ছেলে যুবলীগ কর্মি ফরহাদ হোসেন কে ছাত্র-জনতা মামলার গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার আদালতে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ