আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের বিষ টোপে মারা গেল ৩০০ হাঁস

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি শিকারি চক্রের দেওয়া বিষটোপ খেয়ে এক খামারির ৩০০ হাঁস মারা গেছে। বুধবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক পলাশ মিয়া কয়েকজন পাখি শিকারির নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার বিকালে রৌয়া বিলে সংঘবদ্ধ পাখি শিকারি চক্র বিষমিশ্রিত পাখিখাদ্য ছিটিয়ে রাখে। পরদিন বুধবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের দরিদ্র খামারি পলাশ মিয়ার খামারের প্রায় ৩০০ হাঁস এ বিষ খেয়ে মারা যায়।

খামার মালিক পলাশ মিয়া জানান, একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে তিনি একটি হাঁসের খামার করেন। খামারে তার ৪০০ টি হাঁস আছে। হাঁসগুলো প্রতিদিন সকালে তিনি হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন এবং বিকেলে নিয়ে আসেন।

বুধবার দুপুরে হাঁসগুলো আনতে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে আছে। তার মধ্যে গুটিকয়েক হাঁস জীবিত। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। পাখি শিকারিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, শীত মৌসুমে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে অতিথি পাখি আসে। এসব পাখি মারতে সংঘবদ্ধ শিকারি চক্র বেপরোয়া হয়ে ওঠে। হাওরের প্রায় সবকটি বিলে পাখি শিকারিদের দৌরাত্ম্য দেখা যায়।

শিকারিরা বিকালে হাওরের বিলগুলোতে বিষজাতীয় দ্রব্য মিশ্রিত ধান ছিটিয়ে রাখে। রাতে পরিযায়ী পাখি খাবারের সন্ধানে বিলের পাড়ে এসে বিষমিশ্রিত ধান খেয়ে মারা যায়। পরে শিকারিরা মৃত পাখি জবাই করে বিভিন্ন বাজারে বিক্রি করে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ