জনপ্রিয় দৈনিক গণমানুষের আওয়াজ নবম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আছর মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গণমানুষের আওয়াজ পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ এখলাস শেখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক এবং উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিন , উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এম এ জলিল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃ আবু সালেহ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মেজবা ফাহাদ, দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিনিধি শিব সজল যীশু ঢালী,দৈনিক প্রভাত প্রতিনিধি মোঃ রমিজ উদ্দিন শেখ, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি এস এম সাইফুল ইসলাম কবির, দৈনিক খুলনাঞ্চল ও দ্যা কান্ট্রি টুডে প্রতিনিধি, মোঃনাজমুল,দৈনিক প্রবর্তন ও একুশে মিডিয়া প্রতিনিধি মোঃ রফিকুল, স্বাধীন বাংলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণমানুষের আওয়াজ সবসময় সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। আগামীতেও একই নীতিতে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।