আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মানবিক দানবীর রঞ্জিত ঘোষ

 

হাসিবুল হাসান ইমু

করোনা ভাইরাসে কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে দিন রাত মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিয়ে যাচ্ছেন রঞ্জিত ঘোষ। সাভার ঢাকাসহ বিভিন্ন জায়গায় তিনি খাদ্য সামগ্রী উপহার দেওয়া অব্যাহত রেখেছেন। বুধবার দৈনিক আগামীর সংবাদ কে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন গত ২  মাস ধরেই প্রায় ২৮২০০ পরিবারকে খাদ্য দিয়েছেন।

রঞ্জিত ঘোষ বলেন মানুষ মানুষের জন্য। রঞ্জিত ঘোষ কর্মহীন মানুষের পাশে ছুটে গিয়ে খাদ্য উপহার দিয়ে আসেন। যতদিন করোনা ভাইরাস এর প্রার্দুভাব থাকবে ততোদিন দিন মানুষের পাশে থাকবেন।
বুধবার সাভার নামা বাজার আশ্রামের সামনে প্রায় ২০০ পরিবারকে খাদ্য উপহার দিয়েছেন। ঈদকে সামনে রেখে বিশেষ উপহার খাদ্য তালিকায় রয়েছে পোলাও এর চাল, ভাত খাওয়ার চাল, সেমাই, চিনি, ডাল, দুধ, আলু, পিয়াজ,তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

রঞ্জিত ঘোষ আরও বলেন যারা সমাজে বৃত্তবান রয়েছে তাদের কেউও এগিয়ে আশার আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ