আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে আটিগ্রাম ইউনিয়নবাসী। সেইসাথে নিজ এলাকায় ঘটা ৩ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের দৃষ্টান্ত বিচারের দাবি করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের আটিগ্রাম বাজারে এই মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। এজন্য অন্যায় অত্যাচার বেড়েছে। বেড়েছে ধর্ষণের মত ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে আমাদের এলাকায়ও।আমরা এসব ধর্ষণের প্রকাশ্যে শাস্তি দাবী করি। ধর্ষকের নজিরবিহীন শাস্তি হলে সমাজ থেকে এসব অপরাধ কমে আসবে। ধর্ষণের ঘটনায় কোন কালক্ষেপন না করে এক সপ্তাহের মধ্যে বিচার কার্যকরের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে শেখ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুমন রহমান, মির্জানগর জামে মসজিদের খতিব মুফতি ইয়াহিয়া, পশ্চিম আটিগ্রাম জামে মসজিদের খতিব আব্দুর রশিদ, আটিগ্রাম বলাকা সংসদের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদেরসহ তিন শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ