নিজস্ব প্রতিবেদক :
আসন্ন রোজার ঈদে “এফএ মিউজিক” এর ব্যানারে ফারুক আনোয়ারের এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে ফারুক আনোয়ারের কথায় ও সম্রাট আহমেদের সুরে কণ্ঠশিল্পী এসআর খান টুটুলের নতুন গান – তুমি আছো বলে।
গানের কথা এবং সুর টুটুলের কাছে দারুন লেগেছে, কণ্ঠশিল্পী টুটুল মনে করেন বর্তমান প্রজন্মের কাছে গানটি খুবই ভালো লাগবে।
গীতিকবি ও “এফএ মিউজিক” এর কর্ণধার ফারুক আনোয়ার বলেন আমার লেখা গানের অন্তর্নিহিত আবেদন অনুযায়ী অসাধারণ সুর ও কম্পোজিশন করেছেন সম্রাট আহমেদ একই সাথে গানের কথা ও সুর হৃদয়ে ধারণ করে চমৎকার গেয়েছেন শিল্পী এস আর খান টুটুল।
সাভারের গায়ক টুটুল আশা করেন গানটি সবার খুবই ভালো লাগবে।
যোগাযোগ গায়ক টুটুল : 01962717417