আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতন বৃদ্ধির দাবিতে ট্যানারী শ্রমিকদের বিক্ষোভ

রতন হোসেন মোতালেব 

শ্রমিক ছাটাই বন্ধ ও বেতন বৃদ্ধির দাবিতে সমাবেশ করেছে সাভারের ট্যানারী শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো।

সোমবার ৩০ ডিসেম্বর বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন তারা।

সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ বলেন, ট্যানারির শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। মালিকরা নানা রকম অজুহাতে শ্রমিকদের ছাটাই করছেন বলেও অভিযোগ করেন তিনি। এসময় শ্রমিক ছাটাই বন্ধ ও বেতন বৃদ্ধি না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ট্যানারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ