আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

পাথরঘাটায় ৩০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

পাথরঘাটা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটা উপজেলা সংলগ্ন বিষখালী   নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর  নদের পর্যন্ত অভিযান চালিয়ে ৪২ পিচ বেহুন্দী জাল, ১৮পিচ চরঘেরা দুয়ারী জাল, ৩ পিচ মশারী নেট বেহুন্দী এবং জব্দকৃত এসব অবৈধ জালের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়।

বুধবার  রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কোস্ট গার্ড অফিসের পাশে  বিষখালী নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস কারা হয়। এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মৎস্য বিভাগ ও পাথরঘাটা কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেননি তারা।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর  নদের চরদুয়ানী পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও পাথরঘাটা কোস্ট গার্ড সাথে নিয়ে অভিযান পরিচালনা করে প্রায় ৩০ লাখ টাকার বিভিন্ন রকমের অবৈধ জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগ ও পাথরঘাটা কোস্ট গার্ড উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ