আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ থেকে অগ্নি কন্যা হয়ে উঠা এমপি শিউলী আজাদের জীবন যাত্রা

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ থেকে অগ্নি কন্যা হয়ে উঠা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলী আজাদ) র জীবন যাত্রা নিয়ে ফেইসবুক স্ট্যাটাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহাগ আহমেদ। প্রিয় নেত্রী কে নিয়ে ছাত্র নেতার ফেইসবুক স্ট্যাটাস হুবহব তুলে ধরা হলো।

গৃহবধূ থেকে অগ্নি কন্যা হয়ে উঠার গল্প

নৃসংশ ২১শে অক্টোবর ২০১২ সালে আসলেই ব্রাহ্মণবাড়িয়া-২সরাইল আশুগঞ্জ যখন শোকে বিহ্বলিত তখনও এক নারী আশায় বুক বাধে তার স্বামী ফিরবে ঘরে, আসবে এক নিঃসঙ্গতার অবসান ঘটিয়ে…
কিন্তু কই জীবনের চেয়ে প্রিয় মানুষটি আজ ৮ বছরেও ফিরেনি
হতাশার এই অপেক্ষা তো কোনদিনও যে পরিপূর্ণতা হয়ে ধরা দিবে নাহ্…
শত্রুর বুলেট যে কেড়ে নিয়েছে হাজার-মানুষ স্বপ্ন গুলি, শত্রুর বুলেট তো আর একাকীত্বের কান্না বুঝতে পারে নি..

আর সেই নৃসংশ ২১শে অক্টোবর থেকে শুরু হয় শিউলি আজাদের অগ্নি কন্যা হয়ে উঠার যুদ্ধ…..

এক হাতে তুলে নেয় দুই এতিম সন্তান ইফাজ ইকবাল ও সাজিবা ইকবালের বাবার দায়িত্ব। আরেক হাতে তুলে নেয় নিজের স্বামী সরাইলের মাটি মানুষের প্রাণ প্রিয় নেতা ও প্রয়াত শহীদ এ কে এম ইকাবাল আজাদের সপ্নের ব্রাক্ষণবাড়িয়া -২ সরাইল আশুগঞ্জ গড়ার দায়িত্ব | তাইতো উচ্চস্বরে বলতে ইচ্ছে করে

নারী তুমি প্রকৃতি যুদ্ধা ,,,,,,,,,,,,,,,,,,
নারী তুমি সত্যিই ধৈর্যশীল………..
নারী তুমি সত্যিই সুন্দর********
নারী জাতি আসলেই তুলনীয়… তুমি কারো মা তুমি কারো বোন তুমি কারো স্ত্রী হয়ে অনন্যা ……

এই শিউলি আজাদ (এমপি) হটাৎ করে উঠে আসা কোন নেত্রী নয়, হাজারো কষ্ট দুঃখ বুকে চাঁপা রেখে সাধারন মানুষের জন্য কাজ করতে গিয়ে,নিজের তরুন স্বামীর মৃত্যুকে নিজের চোখের সামনে সহ্য করে নেয়া এক অবলা নারী থেকে, সমাজের অসৎ ব্যাক্তিদের জন্য অগ্নি আর গরীবের জন্য মমতাময়ী গরীবের বন্ধু আমাদের ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল – আশুগঞ্জ অগ্নিকন্যা উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ),এমপি।যিনি সবসময় নিজের কাজের মাধ্যমে প্রমান দিয়ে যাচ্ছে নারীরা সব পারে।

“নারী তুমি স্বপ্নময়ী”
নারী তুমি মমতাময়ী”

এ শিউলি আজাদ (এমপি) সারাক্ষন ভাবে গরীবের কথা, ভাবে সাধারন মানুষের কথা, রাত যখন হয় মাথার নিচের বালিশ যেনো হয়ে উঠে চোখের জলের পাত্র কারন তার স্বামী যে প্রতি রাতে গল্প করতো সাধারন মানুষের জন্য কি করতে হবে মানুষের বাঁচার পথ, কিভাবে সহজ করবে মানুষকে কিভাবে দু মুঠো ভাতের জন্য যেনো অভুক্ত থাকতে না হয় তার ব্যবস্থা করতে |সে চিন্তা ধারা তার মাথায় রাতের সঙ্গী হয়ে উঠে চোখের জলটা দিয়ে রাতে স্বপ্ন বুনে যেন স্বামীর ফেলে যাওয়া সাধারন মানুষের কাজ গুলো কিভাবে পূরন করবে তা, তাইতো সব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র উপেক্ষা করে নিজে চলেছে সাধারন মানুষের জন্য কাজ করতে…..আর সর্বক্ষন ছুটে চলেছে প্রতিটি সাধারন মানুষের দুয়ারে দুয়ারে। কারা কেমন আছে?
কি লাগবে?? কি দরকার?? তার সাধ্য অনুযায়ী সে তার চেষ্টা চালিয়ে যান….

এমন নেত্রী পেয়ে আমরা গর্বিত, স্যালুট জানাই নেত্রী আপনাকে। আমরা সাধারন জনগন সবসময় আপনার পাশে আছি।

“বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।”

আপনি নারী সত্যিই মায়াময় প্রমান দিয়েছো কোন বাঁধা আটকাতে পারবেনা আপনাকে মানুষের কল্যান করতে,শিউলি আজাদ(এমপি)থেকে আজ অনেক গরীবের মা আপনি… হয়েছেন অসৎ ব্যাক্তির জন্য অগ্নি শিখা…. আপনার জন্য হাজারো শুভ কামনা
এগিয়ে যান আপনি। সাধারন জনগন আছে আপনার পাশে.. Sheuly Azad MP মহোদয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ