আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং

টাঙ্গুয়ার হাওরে ১০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের রিং চাই, কোনা জাল, চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার রাতভর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেমের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

জানা যায়, টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট মাছ ধরছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেমের নেতৃত্বে উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেক ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার মিটার রিং চাই, ১ হাজার মিটার কোনা জাল, ৩০০ পিস চায়না দুয়ারি ও ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক মুল্য ১০ লাখ টাকা। পরে জব্দ জালগুলো গোলাবাড়ি আনসার ক্যাম্পের সমানে প্রকাশ্যে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ জাল গুলো গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ