জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় কাজ করছে ৬০টির অধিক সংগঠন।
আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভর্তিচ্ছুদের সহায়তায় জেলা সমিতিগুলোর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে।
এ সময় বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতায় রাজশাহী, পঞ্চগড়, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সাতক্ষীরা, গাইবান্ধা, খুলনা, ধামরাই, মাগুরা, দিনাজপুর, রংপুর, টাঙ্গাইল, যশোর, জয়পুরহাট, সিলেট, বগুড়া, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, শেরপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, নীলফামারি, মাদারীপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, নাটোর, কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, ঢাকা, চট্টগ্রাম, ভোলা, চুয়াডাঙ্গা, নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, গাজীপুর, মেহেরপুর, চাঁদপুর, ফেনী, বরিশাল, নরসিংদী, পটুয়াখালী ও বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বশীলদের কাজ করতে দেখা যায়।
এ সময় কথা হয় নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. এমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, “মানুষকে একদিন তার শিকড়ে ফিরতেই হয়। আমরাও শিকড়ের টানে একদিন নিজ জন্মভূমিতে ফিরে যাব। আর নিজের শিকড় থেকে আসা কিছু স্বপ্নবাজ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভর্তি পরীক্ষা কেন্দ্রিক বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে নিজ জেলার ছাত্রকল্যাণ সমিতিগুলো কাজ করে যাচ্ছে। এই স্বেচ্ছাসেবামূলক কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। আশা করি, এই প্রতিবন্ধকতাগুলো দূরীকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
এছাড়াও আদিবাসী ও সনাতনী শিক্ষার্থীদের সহযোগিতায় দুটি সংগঠনকে কাজ করতে দেখা যায়।
বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুটি শাখা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দুটি শাখার কার্যক্রম লক্ষ্য করা যায়।
ক্যাম্পাসে বিদ্যমান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর থিয়েটারের দুটি শাখা, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ও ‘তরী স্কুল’-এর পক্ষ থেকেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান বলেন, “আমরা গত ৪৫ বছর ধরে ক্যাম্পাসে নাট্যচর্চা করে আসছি। নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে আমাদের পরিচয় তুলে ধরার পাশাপাশি তারা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো কিভাবে কমানো যায়, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
বাঁধনের জাবি শাখার সভাপতি মাজহারুল ইসলাম সাগর বলেন, “আমরা বরাবরের মতো এবারও ভর্তিচ্ছু তরুণ শিক্ষার্থীদের সুবিধার্থে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছি, যাতে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা যায়। বাঁধন সবসময় জীবন্ত ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে। তাই আমরা তরুণ শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতাদের ডাটাবেজ তৈরি করছি, যাতে বিভিন্ন এলাকায় বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করা যায়। বাঁধন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন ভর্তি পরীক্ষার প্রথম ৪ দিনে মোট ১,০৯৬ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে। তাছাড়া, আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের তথ্য দেওয়া ও বিশ্রামের ব্যবস্থা করে সহায়তা করে যাচ্ছি।”
এছাড়াও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।