আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

ধামরাইয়ে পিকনিকে আসা শিক্ষার্থীদের সাথে পার্ক স্টাফদের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে একটি বিনোদন কেন্দ্রে আসা  শিক্ষার্থীদের সাথে পার্কের স্টাফদের সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম। এর আগে বিকালে ধামরাইয়ের আলাদিন পার্কের ভিতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, ঢাকার মিরপুর এরাকার বনফুল আদিবাসি গ্রীনহার্ট কলেজ থেকে পার্কটিকে পিকনিকে আসে শিক্ষার্থীরা। সুইমিংপুলের লকার থেকে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায়।

পরে শিক্ষার্থীরা বিষয়টি স্টাফদের জানালে তারা ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করে। এসময় তাদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

পার্কটির স্টাফরা জানায়, শিক্ষার্থীরা তাদের মুল্যবান জিনিসপত্র হারানোর অভিযোগ তুলে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলা করে। এসময় পার্কের অন্তত ১০ জন স্টাফ আহত হন।

কলেজের শিক্ষিকা মরিয়ম জামিলা বলেন, পার্ক কতৃপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলা করে পিকনিকের অন্তত ১০ টি বাস ভাঙচুর করে। এঘটনায় আমাদের ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এঘটনায় কলেজ কতৃপক্ষ মামলা দায়ের করবেন।

আলাদিন পার্কের ডিরেক্টর রিফাত মাহমুদ বাংলানিউজকে বলেন,  সুইমিংপুল পুলের লকার থেকে জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীরা স্টাফদের উপর হামলা ও পার্কে কয়েক দফায় ভাংচুর চালায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ