আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং

এসএসটিএফের ঈদ সামগ্রী বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক:

সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস( এসএসটিএফ) ফোরামের উদ্যেগে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের কেন্দ্রীর কমিটির সাধারন সম্পাদক রাশিম মোল্লা ও নবাবগঞ্জ উপজেলা শাখার মো. নাজমুল হোসেন অন্তরের নেতৃত্বে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীতে ছিলো লাচ্ছা সেমাই, কলের সেমাই, চিনি, কিসমিস, দুধ ও ডাল। কুয়েত প্রবাসী মো. সেকান্দার মোল্লা, মো. জাহাংগীর, মো. রফিক, মো. সোহেল মোল্লা ও কাতার প্রবাসী মো. হৃদয় হাসান, মো. আলমগীরের সহায়তায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবী সবুজ, নূর ইসলাম, ইউসুফ, আব্দুল্লাহ ঈদ সামগ্রীগুলো বাসায় বাসায় গিয়ে পৌঁছে দেন।

এর আগে সকালে স্থানীয় আলাউদ্দিন বেপারী, মো. আয়ুব আলী মোল্লা ও শিক্ষক জাফর আহমেদের উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ