আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

মানিকগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের সম্মেলন কক্ষে চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে,মানিকগঞ্জ সদর সহকারী কমিশনার ভুমি রিক্তা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নোভানা জামিল,মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কারিগরি সহকারি নিতাই চন্দ্র সূত্রধর, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ

স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, গণমাধ্যমকর্মী এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রকল্পগুলোর পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং স্থানীয় জনগণের সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া স্থানীয় বাসিন্দারা তাঁদের মতামত ও সমস্যাগুলো উপস্থাপন করেন।

গণশুনানিতে জানানো হয়, জেলার নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধা বৃদ্ধিতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ বলেন,

বলেন, “জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে এলাকাবাসীর জীবনমানের উন্নয়ন ঘটবে এবং প্রকৃত সমস্যাগুলো সমাধানের পথ সুগম হবে।”

গণশুনানি শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ