আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

মানিকগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান কাদের গ্রেফতার

অভি হাসান , মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সাবেক ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আঃ কাদেরকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মোঃ আঃ কাদের দুইবার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং স্থানীয় আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পূর্বসানবান্দা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, মামলা নং-৫(১২)২৪ এর তদন্তের অংশ হিসেবে কাদেরকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ