আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

রাবিতে গ্রীন ভয়েসের নবীন বরণ

রাবি প্রতিনিধি:

নবীনের আগমনে সবুজের বুনিয়াদ হোক মননে ও সৃজনে” প্রতিপাদ্যে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নবীন বরণ গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েসের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা’র সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির ।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাবি’র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, অধ্যাপক ড. মর্জিনা বেগম, অধ্যাপক ড. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা, অধ্যাপক ড. ফারাহ নওয়াজ, অধ্যাপক ড. আকতার বানু। এছাড়াও
উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস, রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুর রহিম, কেন্দ্রীয় সদস্য স্বপন মাহমুদ।

আমন্ত্রিত অতিথি সহ গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একঝাঁক নবীন সবুজ বন্ধুরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ