আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লালমোহন  প্রতিনিধি:

ভোলার লালমোহনে ফেসবুক পোস্টের মাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের দুই নেতা। তারা হলেন, উপজেলা যুবদল নেতা মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারী) সকালে ভোলার লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় লিখিত বক্তব্যে কামরুজ্জামান বাবুল পাটোয়ারী বলেন, লালমোহন খাল খননকালে খালের জায়গায় গড়ে ওঠা মার্কেট মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে মর্মে “লালমোহনের রাজনীতি” নামে ফেসবুক আইডি থেকে আমাদের দুজনকে জড়িয়ে পোস্ট করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

তাই আমরা এ মিথ্যাচারের বিরুদ্ধে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেছি যাহার নং – ২৪৯ তারিখ ৫ (ফেব্রুয়ারী)২৫ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার,পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নিরব হাওলাদারসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ