আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

হরিপুরের করোনা যোদ্ধা পল্লব বিশ্বাস

 

খালিদ সাইফুল, কুষ্টিয়া প্রতিনিধিঃ

 

বিশ্বে যেখানে করোনা মহামারী প্রাদুর্ভাব বিরাজ করেছে আর এই করোনা মহামারী প্রতিরোধে সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত সবাই এ সময়ের যোদ্ধা। এই যুদ্ধে নিয়োজিত করোনার চিকিৎসা প্রদানকারী হাসপাতালের ডাক্তার, নার্স, হাসপাতার স্টাফ, এ্যাম্বুলেন্স চালক, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী,পুলিশ,র‌্যাব,আসসার, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতা কর্মী সবাই করোনা যোদ্ধা। তবুও অঞ্চল ভেদে কারোর নাম বিশেষ ভাবে না বললেই নয়। তেমনই এক নাম হাটশ হরিপুর ইউনিয়নের পল্লব বিশ্বাস । সারা বিশ্বের জন্য এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশেষজ্ঞরা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আর তাই মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে, করোনার দুর্যোগময় পরিস্থিতিতে রীতিমতো একজন করোনা যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছে কুষ্টিয়া জেলা ছাএদল নেতা পল্লব বিশ্বাস তার রাজনৈতিক জীবন বর্নাধ্য না হলেও তার চিন্তাচেতনা আর মানুষের প্রতি ভালোবাসা বর্নাধ্য হয়েছে ইতিমধ্যে। পল্লব তার নিজ উদ্যোগে হরিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে করোনায় কর্ম হারানো অসহায় গরিব দিনমজুর মানুষের মাঝে খাদ্য বিতরন করেন। পল্লব সাংবাদিকদের জানান আমি একটি ছাত্র সংগঠন করি তাই আমার সামর্থ্য কম এই সামন্য সামর্থ্যের মধ্যেই আমি স্বল্প সময়ে মানুষের পাশে না দাড়াতে পারলে আমার খুব খারাপ লাগে।সেই চেতনা থেকেই আমি নিজের করেনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকলেও জেলার এ মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ঘুরেঘুরে অসহায় মানুষগুলোর মুখে একটু আহার তুলে দিতে পেরে শান্তি পাই। তিনি আরো জানান আমার যতদিন সামর্থ্য থাকবে ততদিন আমি অসহায় মানুষের পাশে থাকবো। ” দলমত নির্বিশেষে পল্লব ইউনিয়নে বেশ সু-নাম অর্জন করে মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন বলে জানাযায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ