বাগেরহাটের মোরেলগঞ্জ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস তালুকদার উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সহ সাংস্কৃতিক সম্পাদক রুবেল খলিফা,ইমরুল রাজু, যুবনেতা লিওন তালুকদার, নোমান, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জামাল মাতুব্বর, ছাত্রদল নেতা এস কে শফিকুল ইসলাম,মামুনসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস তালুকদার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দিকনির্দেশনাহীন জাতি যখন সিদ্ধান্তহীনতায় ছিল, তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন।