নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী সরকারের সময় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার দায়ে একাধিক মামলা ও ছাত্রজনতা হত্যা মামলাসহ ৯ মামলার আসামি টু আরিফ ওরফে টুন্ডা আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২০ জানুয়ারি) সকালে তাকে প্রীজন ভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে। এর আগে রবিবার রাতে সাভার পৌর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ ওরফে টুন্ডা আরিফ সাভারের আনন্দপুর এলাকার মো. রফিক উদ্দিন কচির ছেলে। তিনি আওয়ামী লীগের সময় থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ছাত্র জনতা হত্যা, চাঁদাবাজী সহ ৯ টি মামলার আসামি আরিফ ওরফে টুন্ডা আরিফকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, আরিফ ওরফে টুন্ডা আরিফের বিরুদ্ধে ছাত্রজনতা হত্যাসহ ৯ টি মামলা রয়েছে। গেলো রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।