আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) ৮৯তম উপলক্ষে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ধামরাই পৌর এলাকার বান্দিমারা জামে মসজিদে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ন আহবায়ক শাহিন আহাম্মেদ ভূঁইয়া শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর আকিব আলী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ