জাবি সংবাদদাতা:
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আরও তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান (কৌশিক), সদস্য আবদুল গাফফার ও আল ইমরান, রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পৃথক একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নিশাত আবদুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আবদুল হাইকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের এই তিনজনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বলেন, “নিশাত আবদুল্লাহ ও শামসুজ্জামান সায়েম ছাত্রদলে অনুপ্রবেশকারী। আর হাসিব বিন আবদুল হাই ছাত্রদলের পদে থাকতে চান না বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জহির উদ্দিনকে আহ্বায়ক এবং দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াসিম আহমেদকে সদস্যসচিব করে ১৭৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।
এরপর গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিতিমূলক সভায় ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে।