আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:
টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি কর্তৃক পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৫। ন্যাশনাল আর্কাইভস অডিটোরিয়ামে কার্নিভালটি অনুষ্ঠিত হবে।
আগামী ১৪ই ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। এটি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ইন্ডাস্ট্রির সিইও, এইচআরদের সাথে যোগাযোগ বৃদ্ধি, মক ইন্টারভিউ, সিভি চেক, ফ্যাশন শোসহ মানসম্মত দুপুরের খাবার, টিশার্ট, গিফট, সার্টিফিকেট ও থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উক্ত প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছিলো গত ২৩শে ডিসেম্বর, ২০২৪ থেকে। রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২০শে জানুয়ারি, ২০২৫ শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ হতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৮০০ টাকা। রেজিস্ট্রেশন লিঙ্ক: https://textileengineers.org/textile-youth-carnival-2-5
কার্নিভালে বিশেষ উপস্থিতি হিসেবে থাকছেন এস এ ওয়ালিদ (ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইলিউশনিস্ট, মেন্টালিস্ট)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকছেন এস এম আবদুর রহমান ( এক্সিকিউটিভ ডিরেক্টর, সাদিয়া গ্রুপ), আবদুল হাকিম ( চিফ মার্কেটিং অফিসার, যমুনা গ্রুপ), এমডি ফেরদোস রহমান ( অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, প্রাণ-আরএফএল গ্রুপ) সহ বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গ।
উক্ত প্রোগ্রামে ক্লাব পার্টনার হিসেবে থাকছে নিটার সাংবাদিক সমিতি (নিসাস), নিটার ক্যারিয়ার ক্লাব, নিটার সাইন্স সোসাইটি। এছাড়াও বেশকিছু ক্লাব ও বিভিন্ন অর্গানাইজেশন উক্ত কার্নিভালে ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতা করবে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের পারিপার্শ্বিক দক্ষতা বৃদ্ধিতে এরূপ প্রোগ্রাম প্রশংসনীয়।