আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

মহেশখালীতে নারী উদ্যোক্তাদের মাঝে “জীবিকার উপকরণ বিতরণ”

মহেশখালী প্রতিনিধি:

“বিকল্প জীবন জীবিকার উদ্যোগ”
ভূমিহীন জনগোষ্ঠীর জীবন জীবিকার সুরক্ষা প্রকল্প (ফেইজ-২) এর উপকরণ বিতরণ করা হয়েছে । ১৩ জানুয়ারী (সোমবার) দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ’র উপজেলা পরিষদ চত্বরে নারী উদ্যোক্তাদের মাঝে এ উপকরণ গুলো বিতরণ করা হয়েছে ।

উপকরণ গুলোর মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক মারিয়াম ইনকোবেটর , (ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন) , দুইটি সোলার প্যানেল সংযুক্ত সেলাই মেশিন ।

মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের নারী উদ্যোক্তাদের মাঝে এই মুল্যবান জীবিকার উপকরণ বিতরণের মাধ্যমে বেকার নারীদের কে স্বাবলম্বী করার লক্ষে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন দাতা সংস্থা এ্যাকশন এইড ।

উন্নয়ন সংস্থা সংশপ্তকের আয়োজনে নারী উদ্যোক্তাদের মাঝে জীবিকার উপকরণ বিতরণে মাঠ পর্যায়ে সার্বিক তদারকি করে গেছেন “মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ” । মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভুমিহীন জনগোষ্ঠীর মাঝে জীবিকার উন্নয়নে উপকরণ বিতরণ করায় ধন্যবাদ জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ।

তিনি বলেন এই উপকরণের মধ্যদিয়ে এলাকার বেকার নারীদের উদ্যোক্তা সৃষ্টি করতে সহায়ক হবে । আধুনিক যুগে নতুন কর্ম সৃষ্টি করে বেকার নারীদের উদ্যোক্তার মাধ্যমে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এই উপকরণ গুলো ।

এদিকে এই অত্যাধুনিক উপকরণ গুলো পেয়ে আনন্দিত হয়েছেন মাতারবাড়ী ও ধলঘাটার ভুমিহীন জনগোষ্ঠীর নারীরা। তারা বলেন , মহেশখালী জন-সুরক্ষা সুরক্ষা মঞ্চের মাধ্যমে এবং উন্নয়ন সংস্থা সংশপ্তকের আয়োজনে ও দাতা সংস্থা এ্যাকশন এইডের ব্যবস্থাপনায় আমাদের মাঝে যে জীবিকার উপকরণ গুলো দেওয়া হয়েছে আমরা তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।

আমরা এ উপকরণের মাধ্যমে নিজেরা বেকার না থেকে একেক জন উদ্যোক্তা হয়ে নারীদের বেকারত্ব দুর করে দেশের উন্নয়নে অংশীদার হব ।

জীবিকার উন্নয়নে উপকরণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ , মাতারবাড়ী ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার কামাল , মহেশখালী জন-সুরক্ষা সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ মহসিন , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য আনচারুল করিম ও সংশপ্তক এর এরিয়া ম্যানেজার এম এ হান্নান প্রমূখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ