আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

নওগাঁতে সাপের রাজা,রাজা ভাই

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন নন্দনালী গ্রামের মোঃরাজা ভাই সাপের রাজা,সাপের রাজা নামে এলাকায় সবাই তাহাকে চিনে৷

সে এক সাপ ধরবার আলরন সৃষ্টি কারি সে যতবড় বিশোধর সাপ হোক না কেন কোন মন্তর লাগেনা হাত দিয়ে সে সাপ ধরে তাহাকে জিজ্ঞেস করলাম আপনাকে সাপে কামর দেয়না সে বলেন ৪৩ বার কামড় দিয়েছে তাহার শরীলে অনেক কামড়ের দাগ রহিয়াছে সে বলে আামাকে কামড় দিলে কোন বিশ শরীরে লাগেনা৷

সে এ পর্যন্ত প্রায় সাত হাজার সাপ ধরেছেন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাহাকেও যদি সাপে কামড় দেয় সে শুধু তাহার শরীলে হাত দিয়ে ধরিলে এক মিনিটে তাহার শরীল থেকে বিষ নষ্ট হয়ে যায়।

কোনো প্রকার শরীরে বিশ থাকে না যদি সে যান্তে পাড়ে কোথাও সাপ বাহির হয়েছে সে তখন ঐ খানে যেয়ে সাপটিকে ধরে আনে এবং জনগণের সামনে ঐ সাপ নিয়ে খেলা করে আনন্দ দেয়।

সবার মাঝে,তাই এলাকায় সাপের রাজা হিসাবে রাজা ভাই কে চিনে সবাই৷ সাপের কামড়ের রোগি ২৪ ঘন্টার মধ্যে যোগাযোগ করিলে ঐ রোগির মৃত্যু হবেনা তিনি বলেন সে কোন প্রকার টাকা পয়সা নেইনা কাহারও কাচ থেকে৷কবিরাজ মোঃ রাজা ভাইয়ের মোবাইল নম্বর
০১৭৫২৯২৭৪৯৫

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ