নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম। এর আগে গতকাল রাতে অ্যাম্বুলেন্স চালককে গাজীপুরের কোনাবাড়ি ও বাস চালককে গাবতলি বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অ্যাম্বুলেন্স চালক টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতি লাঙ্গলজোড়া গ্রামের আয়নাল হকের ছেলে মো. জাহিদ হাসান (২১) ও বাস চালক দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্রামের মৃত গোলাম সারোয়ারের ছেলে জহিরুল ইসলাম (৪৮)।
তিনি শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৫-১৫৫৫) চালক। তাদের বিরুদ্ধে হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাত ২ টার দিকে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৪ জন মারা যায়।
এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে গতকাল রাতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় গাবতলি ও গাজীপুরের কোনাবাড়ি থেকে দুই চালককে গ্রেপ্তার করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, গতকাল রাতে অভিযান পরিচালনা করে চালক জহিরুল ইসলাম ও অ্যাম্বুলেন্সের চালক জাহিদ হাসানকে গ্রেফতার করে সাভার থানায় হস্তান্তর করা হয়।
সাভার থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুইজনকে অন্যান্য অসমীদের সাথে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে অ্যাম্বুলেন্স, শ্যামলী পরিবহন ও ঝুমুর পরিবহনের সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এঘটনায় এম্বুলেন্সের যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়। ঘটনার পর থেকে বাস ও অ্যাম্বুলেন্সের চালক পলাতক ছিল।