আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

মিথ্যা মামলা থেকে জামিনে মুক্ত সাংবাদিক ইয়াসিন

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) ফেনী জেলা কমিটির সহ সভাপতি, দৈনিক গণকন্ঠ ফেনী প্রতিনিধি ইয়াসিন আরাফাত মজুমদার একটি মিথ্যা মামলা থেকে সদ্য জামিনে মুক্তি লাভ করেছেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে বিএমইউজে ফেনী জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেয় তার সহকর্মী সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন বিএমইউজে ফেনী জেলার সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব হোসেন ভূঁইয়া সহ আরো অনেকে।

ইয়াসিন আরাফাত মজুমদার বলেন, যাকে আমার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছিলাম, সরলমনে তাকে বিশ্বাস করে অফিসের যাবতীয় দায়িত্ব দিয়েছিলাম। সেই মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিল। আলহামদুলিল্লাহ, আজ আমি জামিনে মুক্ত। সেই প্রতারক মোটা সেপালীর বিরুদ্ধে মামলা চলমান আছে এবং তার অপকর্মের বিরুদ্ধে আরো কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ