আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ফেনীতে জুয়ার টাকার জন্য কাজের বুয়া খুন

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীতে মাসুদা বেগম নামে এক গৃহকর্মীকে ছুরি দিয়ে জবাই করে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রকৃত রহস্য উদঘাটন পূর্বক ১ জন আসামী গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা আলামত উদ্ধার করেছে ফেনী জেলা পিবিআই।

বুধবার ( ৮ জানুয়ারী) দুপুরে পিবিআই জেলা পুলিশ সুপার জয়িতা শিল্পী এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত আসামী আবির হোসেন রাফি ফেনীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং ৪র্থ পর্বের ছাত্র। সে বেশ কিছু দিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিল।

একপর্যায়ে জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য সে মরিয়া হয়ে উঠে। এমতাবস্থায় রাফি তাহার বাবার নিকট থেকে একটি ল্যাপটপ ক্রয়ের কথা বলে ৪০ হাজার টাকা বাড়ী থেকে নিয়ে আসে। উক্ত টাকাও সে জুয়া খেলায় নষ্ট করে ফেলে।

হত্যকান্ডের ঘটনার দিন অর্থাৎ ২৬ শে ডিসেম্বর ২০২৪খ্রি. রোজ বৃহস্পতিবার আটক আসামী রাফি সাবেক (ফারুক কমিশনারের) বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম দেখে ফেলে।

একপর্যায়ে মাসুদা বেগম তাকে আটকানোর চেষ্টা করলে আসামী রাফি তাহার নিকট থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে মাসুদা বেগমকে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পিবিআই ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৬ শে ডিসেম্বর ২০২৪ খ্রি. ফেনী পৌরসভার ০৬ নং ওয়ার্ড ফলেশ্বর নামক স্থানে সাবেক (ফারুক) কাউন্সিলর-এর বাসার গৃহকর্মী মাসুদা বেগম (৬৫), স্বামী মো: সিরাজ, সাং-পিঠাপাশারী, দুরুল আফসার মিয়ার বাড়ী, ০৯নং ওয়ার্ড, ধর্মপুর ইউনিয়ন, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে ধারালো ছুরি দিয়ে জবাই করে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা ঘটে।

ভিকটিম এর ছেলে মোঃ জাফর (৪৫) বাদী হয়ে ফেনী সদর থানার মামলা নং-৪৬, তারিখ: ২৭/১২/২০২৪ খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোডে মামলা দায়ের করলে, পিবিআই ফেনী ঘটনা সংঘঠিত হওয়ার পর থেকেই ভিডিও ফুটেজ পর্যালোচনাসহ গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে সনাক্তে এবং অপরাধীর সঠিক অবস্থান নির্ণয়সহ গ্রেফতারের জন্য গত ৭ জানুয়ারী ২০২৫খ্রি: পিবিআই,

প্রধান মোস্তফা কামাল, অতিরিক্ত আইজিপি এর সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধায়নে ফেনী পিবিআই-এর পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি এর নেতৃত্বে একটি টীম নোয়াখালী জেলা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হইতে ঘটনার সাথে জড়িত মূল আসামী আবির আল রাফি (২০), পিতা মোঃ মেজবাহ উদ্দিন, মাতা: ফুলছুম আরা বেগম, সাং-চর মটুয়া (আনোয়ারুল হক মেম্বার বাড়ী) থানা- নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চলাকালে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং রাফির পরিহিত গায়ের ফুলহাতা সাদা কালো রঙ্গের চেক শার্ট তাহার দেখানো মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ