আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রূপসী নওগাঁ পরিবারের উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রূপসী নওগাঁ’ উদ্যোগে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ) বেলা ১২ টার সময় আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে এ ঈদ সামগ্রী বিতরণ করে রূপসী নওগাঁ সংগঠনটি।

এসময় আত্রাই রাণীনগর ও মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল, সেমাই, চিনি, দুধ ও ডিটারজেন্ট পাউডার।

রূপসী নওগাঁ সংগঠনের প্রতিষ্ঠাতা খালেদ বিন ফিরোজের উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিরোজ হোসেন, সাজু রহমান সুজন, জাহিদ হাসান সাদ্দাম প্রমুখ।

এই বিষয়ে রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা মোঃ খালেদ বিন ফিরোজ জানায়, রূপসী নওগাঁ সবসময়ই সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। তবে আমাদের বর্তমান কোন আয়ের উৎস না থাকায় একক খরচে এইসব কার্যক্রম চালানো অনেক কষ্টকর হয়ে পড়ে। কষ্টকর হলেও আমাদের কার্যক্রম না থামিয়ে আমাদের ওয়াদা মত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এরই ধারাবাহিকতায় আজ আত্রাই হতে আমাদের ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে ।
তিনি আরও জানায়, তাদের পাশে যদি কেউ দাড়িয়ে আর্থিকভাবে সহযোগিতা করত তবে তারা তাদের অসহায় দুস্থ মানুষদের জন্য নেওয়া ১২ টা কার্যক্রম আরও ভালভাবে বেশী করে করতে পারত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ