আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

শ্রদ্ধা আর গৌরবে উদযাপিত মহান বিজয় দিবস

আরিফুর সাদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চারপাশে কুয়াশার স্নিগ্ধ চাদরে ঢেকে থাকা সবুজ প্রান্তর। তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ, যেন গৌরবের এক অম্লান প্রতীক।

সূর্যের প্রথম সোনালি রশ্মি কুয়াশা ভেদ করে স্তম্ভের গায়ে আলতোভাবে পড়ছে। স্তম্ভটি যেন এক মহিমান্বিত সত্তা হয়ে উঠছে, তার প্রতিটি কোণায় মিশে আছে ত্যাগের অমর গাঁথা।

সকালবেলার নির্মল হাওয়ায় কুয়াশার মায়া যখন ধীরে ধীরে কেটে যাচ্ছিল, স্মৃতিসৌধ যেন নতুন দিনের নতুন বিজয়ের বার্তা নিয়ে কথা বলছিল। স্বাধীনতার দীপ্ত শপথে আকাশ-বাতাস ভরে উঠেছিল প্রাণোচ্ছল আবেগে।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ হয়ে ওঠে বাঙালির জাতিগত ঐক্য আর দেশপ্রেমের মহামঞ্চ। ভোরের আলো ফোটার আগেই স্মৃতিসৌধে মানুষের ঢল নামে।

পৌষের শীত উপেক্ষা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষেরা প্রিয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হন। একাত্তরের মুক্তিযোদ্ধারা, তাদের পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

লাল-সবুজের পতাকার ছায়ায় স্মৃতিসৌধ:

গাজীপুরের ইকবাক সিদ্দিকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে আনা হয়েছিল ৬০ ফুট দৈর্ঘ্যের এক বিশাল লাল-সবুজের পতাকা। এ পতাকা যেন মুক্তিযুদ্ধের সংগ্রাম আর বিজয়ের প্রতীক হয়ে উঠেছিল। শিক্ষার্থীদের গাওয়া দেশাত্মবোধক গান আর সেই পতাকার ছায়ায় স্মৃতিসৌধের পরিবেশ ছিল অত্যন্ত আবেগঘন।

কলেজের অধ্যক্ষ বলেন, “আজকের এই শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, তারা যেন একাত্তরের আদর্শকে ধারণ করে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করে।”

একজন শিক্ষার্থী জানায়, “বিজয় দিবসের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। স্মৃতিসৌধে এসে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ পাই। এটা আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার।”

বিজয়ের আনন্দে শিশু-কিশোরদের অংশগ্রহণ:

স্মৃতিসৌধ প্রাঙ্গণজুড়ে ছিল বিভিন্ন বয়সী মানুষের সরব উপস্থিতি। বিশেষ করে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উদযাপনের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। শিশুদের হাতে ছিল ছোট ছোট পতাকা, তারা ছিল বিজয়ের গানে মগ্ন। তাদের এই আনন্দ যেন জাতির নতুন ভোরের প্রতীক।

অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে স্মৃতিসৌধে এসেছিল। তাদের মতে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা খুবই জরুরি। বিজয় দিবসের পরিবেশ তাদের মনে দেশপ্রেম এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসার বীজ বপন করে।

গালে জাতীয় পতাকা এঁকে, হাতে ফুলের তোড়া নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গৃহিণী মা জান্নাতুল লিমুর সাথে এসেছে নয় বছরের শিশু সাদিয়া নাসরিন।

সাদিয়ার সাথে কথা বললে সে জানায়, মহান বিজয় দিবস উদযাপন করতে ও শহীদদের প্রতি ভালোবাসা জানাতে সে এসেছে। সাদিয়ার মা জানান, মেয়ে যেন দেশের সঠিক ইতিহাস জেনে বড় হয় এবং দেশের একজন সুনাগরিক হিসেবে বেড়ে উঠে এজন্যই তিনি মেয়েকে এখানে নিয়ে এসেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ