আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

জাতীয় স্মৃতিসৌধে ৮ দিন দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

সাভার প্রতিনিধি:

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ৮ দিনের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সাভার গণপূর্ত বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আজ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।

এছাড়াও স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধনে আলোক সজ্জাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ১৬ই ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশী কুটনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানানোর পরে সর্ব সাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ