আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

ধলঘাটায় অধিগ্রহণ বন্ধ ও বসতবাড়ি রক্ষার দাবীতে মানববন্ধন

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর উপজেলার ধলঘাটায় মাতারবাড়ি বন্দরের নামে পুনরায় ৬১১ একর জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী , মহেশখালী জন সুরক্ষা মঞ্চ সহ বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ।

৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় ধলঘাটার মাতারবাড়ি বন্দরস্থ নাছির মোহাম্মদ ডেইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ববন্ধনে ধলঘাটার নারী পুরুষ শিশুসহ নানা শ্রেণি-পেশার স্থানীয় অসংখ্য মানুষ যোগ দেয়। এসময় তারা সমবেত শত শত নারী পুরুষ স্থানীয়রা বিক্ষুব্ধ কন্ঠে বলেন, বিগত সরকার উন্নয়নের নামে হাজার হাজার মানুষের চাষাবাদের জমি অধিগ্রহণ করে তাদের বাস্তুচ্যুত করেছে।

ধলঘাটার ৫০ হাজার মানুষের লবণের মাঠ, মাছের প্রজেক্ট, কাঁকড়ার ঘের, আবাদি সব জমি নেয়ার পর এখন ভিটেমাটি ও বাপদাদার শেষ সম্ভল কবরস্থানের জমি অধিগ্রহণের পায়তারা করছে ।

চট্টগ্রামবন্দর কর্তৃপক্ষের নামে মাতারবাড়ি বন্দরের জন্য মানুষকে বাস্তুচ্যুত করা এমন জনবিধ্বংসী অধিগ্রহণ অনতিবিলম্বে বাতিল করে ধলঘাটার সাধারণ মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করেন। অন্যতায় আমাদের লাশের উপর দিয়ে অধিগ্রহণ করতে হবে বলে হুশিয়ার করেন ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ধলঘাটা ভূমি রক্ষা আন্দোলনের সমন্বয়ক আবদুল মান্নান রানা, নুরুল আফছার,আবুল বশর,আলী আজগর, আব্দুল হামিদ, ছাবের আহমেদ, মো.ইলিয়াছ মিয়া, রুহুল আমিন ও মহেশখালী জন সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মৌলানা মোঃ মহসিন সহ স্থানীয়রা প্রমুখ ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, নির্বাহী সদস্য এস এম রুবেল। সদস্য কায়সার,নিলুফা ইয়াসমিন সহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ