আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

তাহিরপুরে ৫ জেলের অর্থদণ্ড, জাল জব্দ

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

এসময় জব্দ করা হয় ৪টি মাছ ধরার নৌকা ও ৫০০ মিটার চায়না ও কারেন্ট জাল। জব্দকৃত নৌকা ও জালের বাজার মূল্য ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেমের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট মাছ ধরছে।

এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের নেতৃত্ব উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেকসহ গোলাবাড়ি, রামসিংহপুর ও রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৫০০ মিটার জাল ও ৪টি মাছ ধরার নৌকা জব্দ করেন।

একই সময়ে হাওরে মাছ ধরা অবস্থায় ৫ জেলেকে আটক করা হয়। পরে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদের ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং জব্দ জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে জাল ও ৪টি নৌকাসহ ৫ জনকে আটক করা হয়।

পরে আটক ৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ