আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

সাভারে বিএনপি’র আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সাভার প্রতিনিধি:

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ায় এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় সোমবার বিকেলে । এ সময় তারা, ঢাকা- আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া থেকে মিছিলটি শুরু করে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে এসে শেষ করে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আজিজ, তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আইয়ুব আলী কুটি।

ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, আতিকুর রহমান রুবেল পাশা, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মোঃ রাজু -তেতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি, শামীম তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাএদলের সভাপতি শামীম সহ আরো অনেকে।

এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, হাজী মহিউদ্দিন বলেন, সাবেক ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য মানুষকে হয়রানি করেছে।

তাদের দায়কৃত এ মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে  বেকসুর খালাস পাওয়ায় আমরা খুবই আনন্দিত আজকে আমরা এই খুশিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছি।

আশা করি তারেক রহমান খুব দ্রুত বীরের মতো বাংলাদেশে পদার্পণ করবে।

এ বিষয়ে তেতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আইয়ুব আলী কুটি জানান ফ্যাসিস্ট সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।এই মিথ্যা মামলা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ায় আমরা সকলেই খুব আনন্দিত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ