আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

আশুলিয়ায় ফয়সাল হত্যায় ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার  আশুলিয়ায় গত শনিবার ফয়সাল কবির হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বেচপাতা এলাকার মো. মহিউদ্দিন ওরফে মহির (৩০), বগুড়া জেলার ধনুট থানার সোনারগাও এলাকার শাহ আলম (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার আমবাগান কবরস্থান এলাকার রাহুল (৩০) ও একই এলাকার হাবীব (৩৪)।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মো. শাহীনুর কবির জানান, আশুলিয়ায় শহিদুল ও শরীফুল পক্ষের লোকজনের মধ্যে জমির মালিকানা নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ  চলছিলো।

গত শনিবার শরীফুলের লোকজন শহিদুলের লোকজনকে মারধর করে। এরপর শহিদুলের লোকজন শরীফুলকে মারার উদ্দেশ্য খুঁজছিলেন।

সন্ধ্যার দিকে শহিদুল পক্ষের মো. মহিউদ্দিন, শাহ আলম, রাহুল ও হাবীব আশুলিয়ার গাজীরচট এলাকায় শরীফুল পক্ষের ফয়সালকে পেয়ে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করেন।

আহত ফয়সালকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালন ও পরে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ফয়সালের বাবা আবুল কালাম আজাদ বাদি হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর গতকাল সোমবার মানিকগঞ্জ জেলার শিবালয়ে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি চাপাতি, ২ টি ছোরা ও ৩ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ