আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

মানিকগঞ্জ কমিউনিস্ট পার্টির গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলার উদ্যোগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬নভেম্বর) সকালে  মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখুন “শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা” সফল করতে এই গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)এর কেন্দ্রীয় কমিটির  সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মোঃ শাহ্ আলম, খেত মুজুর সমিতির  মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ  সম্পাদক কমরেড  আব্দুল  মান্নান,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) এর হরিরামপুর উপজেলার সভাপতি হরিপদ সূত্রধর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) ঘিওর উপজেলার সভাপতি কমরেড দুলাল বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড মোঃ শাহ্ আলম বলেন, ‘সত্তরের দশকে শেখ মুজিবের হত্যাকান্ডের পর যে মুক্তবাজার চালু হয়েছে সে বাজার ব্যবসায়ীদের হাতে।

বাজার জনগণের হাতে নাই,সিন্ডিকেট ভাঙতে  হলে বিকল্প ব্যবস্থা সরকারের লাগবে। প্রাথমিক সফল  ব্যবস্থার জন্য গ্রাম শহরের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে প্রয়োজনীয় জিনিসগুলো রেশন সপের মাধ্যমে দিতে হবে’।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, ,গণ- অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখতে হবে, শোষণ- বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা সফল করতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতন হয়েছে কিন্তু দ্রব্যমূল্যের এখনো নিয়ন্ত্রণে আসেনি , দ্রব্যমূল্যের  দাম কমাতে হবে। আন্দোলনের আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, জুলাই আগস্টের সকল ‌হত্যাকাণ্ডের  বিচারের দাবি জানিয়ে সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তনসহ অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার  দাবি জানান কমিউনিস্ট পার্টির নেতারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ