আজ ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৫ ইং

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ

বিশেষ প্রতিনিধি:

সামাজিক শিক্ষা কার্যক্রমের আওতায় সমাজের সুবিধাবঞ্চিত ও শিক্ষার সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য পরিচালিত হচ্ছে স্বপ্নবৃত্ত পাঠচক্র’ নামের স্কুলটি । রাজশাহীর দাশপুকুরে অবস্থিত স্কুলটি ৬ বছর ধরে সপ্তাহে ৪ দিন স্কুলটির কার্যক্রম পরিচালনা হচ্ছে।

গতকাল ১৬ নভেম্বর ২০২৪, শুক্রবার গ্রীন ভয়েস এর সপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’ এর অংশ হিসেবে ‘স্বপ্নবৃত্ত পাঠচক্র’ স্কুলে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সবুজ বন্ধুরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি তাদের সাথে তাদের সাথে সুন্দর সময় কাটায়।

এসময়ে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিভাগীয় সহ-সমন্নয়ক আব্দুর রহিম, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান জনি, সহ- সভাপতি আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রইসুল ইসলাম আসাদ, শিক্ষা বিষায়ক সম্পাদক আব্দুল আলিম প্রমূখ।

গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান জনি বলেন, আমরা তাদের লেখা পড়া এবং তাদের নানান বিষয়ে খোঁজ খবর নেই। মাঝে মাঝেই আমরা তাদের সাথে সময় কাটানোর জন্য এখানে আসবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ