আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

জাককানইবি’তে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের নতুন প্রধান রফিকুল আমিন

মো. আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মানব সম্পদ ব্যবস্থাপনা (HRM) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল আমিন ।

গত ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় ।

অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক উপাচার্য মহোদয় কর্তৃক আগামী তিন বছরের জন্য জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ প্রদান করা হয়েছে । এই নিয়োগ ১৪-১১-২০২৪ তারিখ থেকে কার্যকর হবে ।

প্রসঙ্গত, গত ১৪ মার্চ ২০২৪ তারিখে উক্ত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে ছাত্রী হয়রানির অভিযোগে এবং শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বহিষ্কার করা হয় । এরপর থেকেই বিভাগটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ।

এদিকে, নতুন বিভাগীয় প্রধানকে অভিনন্দন জানিয়ে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, উনি মেধামী ও যোগ্য ব্যক্তি। সাবেক বিভাগীয় প্রধান রেজওয়ান শুভ্রর কলঙ্কিত ধারা পাল্টে  ডিপার্টমেন্টে সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরির আহ্বান জানানোর পাশাপাশি মোহাম্মদ রফিকুল আমিনের হাত ধরে HRM বিভাগ নতুন করে সবকিছু শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ