দেলোয়ার হোসেন, পেকুয়া প্রতিনিধি :
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শাহাদুল ইসলাম।
সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখাযায় পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা সাকোরপাড় এলাকা থেকে মাতামুহুরি বেড়িবাঁধ সংস্কারের জন্যে প্লাটসলিনের ইট গুলো প্রায় নষ্ট হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, বেড়িবাঁধটি মাটি দ্বারা সংস্কার করার জন্যে পানি উন্নয়ন বোর্ড বরাদ্ধ দিলেও এখনো কাজ শুরু হয়নি। মাটি দ্বারা উন্নয়ন করার কথা থাকলেও ইট বসানো না হলে জনসাধারণের চলাচলে অসুবিধা হবে।
বর্তমানে পুরোনো ইট গুলো নিজ উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় তুলে নিয়ে স্টক করে রাখছি, বেড়ীবাঁধ মেরামত হওয়ার পর পূর্ণরায় ইটগুলো রাস্তায় বসানোর করা করবো ইনশাআল্লাহ।
এদিকে স্থানীয় সাহাবউদ্দিন, আজিজুল হক, গুরামিয়া সহ শতাধিক লোক স্থানীয় সাংবাদিকদের বলেন, পেকুয়া সদরের পূর্ব মেহেরনামা পয়েন্টে ঠেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ দেখভাল করতে ইউপি সদস্য স্থানীয় দুপক্ষের মধ্যে জায়গায় জমি বিষয়ে মারামারি হয়ন,এতে ইউপি সদস্য সাহেদুল ইসলাম সাহেদ কে আসামী করায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জানান মিথ্যা ও ষড়যন্ত্র মুলুক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দানের দাবী জানান।