আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

মহেশখালীতে বসতঘরে ঢুকে মোবাইলসহ মূল্যবান জিনিস চুরি 

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকীর নিজ বসতঘরে চুরির ঘটনা ঘটেছে ।

গত ১১ নভেম্বর (সোমবার) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বসতঘরে চুরি সংগঠিত হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার । ঐ সময় বাড়ী থেকে দামী মোবাইল , স্বর্ণ , নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার ।

ভুক্তভোগী পরিবারের সদস্য মাষ্টার এমরান সরওয়ার জানান , প্রতিদিনের মত প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ভোর ৫ টার সময় আমার স্ত্রী রান্না ঘরে যায় ।

তখন রান্না ঘরের দরজা খোলা দেখতে পায় , একই সাথে রান্না ঘরে এলোমেলো ভাবে কিছু কাপড় পড়ে থাকতে দেখে আমার স্ত্রী রুমে এসে বিষয়টি আমাকে জানায় । এসময় আমি রুম থেকে বের হয়ে দেখি আমার বড় ভাই মোছাদ্দেক ফারুকীর রুমের দরজা খোলা দেখতে পাই ।

আমি বড় ভাইয়ের রুমে ঢুকে দেখি সেখানেও কিছু কাপড় এলোমেলো ভাবে পড়ে আছে । আমি তখন বড় ভাই মোছাদ্দেক ফারুকীকে ঘুম থেকে ডেকে তুলি , এসময় বড় ভাইকে তার মোবাইল এবং আলমিরা দেখতে বলি ।

বড় ভাই সহ আমরা সবাই দেখি আলমিরা থেকে কিছু মূল্যবান কাপড় এবং বড় ভাই ফারুকীর ব্যবহৃত স্যামসং গ্যালাক্সী S 23 মডেলের এন্ড্রয়েট সেট ও আলমিরাতে থাকা নগদ ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণ নিয়ে যায় বলেও জানান তিনি ।

ভুক্তভোগী মোছাদ্দেক ফারুকী জানান , গত ১১ নভেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে একদল সংঘবদ্ধ চোর সু-কৌশলে রান্না ঘরের দরজার লগ খোলে আমার বাড়ীতে ঢুকে , ঐ সময় গভীর রাত হওয়াতে আমি আমার রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলাম ।

আনুমানিক ভোর ৫ টার দিকে আমার ছোট ভাই এমরান আমাকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞেস করেন আমার মোবাইল ও ম্যানিব্যাগ আছে কিনা । তখন আমার চতুর্পাশে দেখি আমার মোবাইল এবং ম্যানিব্যাগ নাই , আলমিরাও খোলা ।

কিছু কপড় ছোপড় এলোমেলো ভাবে পড়ে আছে । তখন আমার ছোট ভাই এমরান কে নিয়ে বাড়ীর বাইরে এদিক ওদিক ঘুরে দেখে কিছু না পেয়ে একই দিন সকাল ১০টার দিকে মহেশখালী থানায় গিয়ে একটা জিডি করি , যার জিডি নং ৫৩১ / ১২ /১১/২০২৪ইং । ইউনুছখালীতে মোছাদ্দেক ফারুকীর বসতঘরে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউপি’র স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ