মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ
ধামইরহাটে বিএনপির ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গণতন্ত্র পুনঃরুদ্ধার ও আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় জেলা ছাত্র দলের নেতা মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায়
ও মোঃ শাহদত হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান জাহানপুর ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে
ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নওগাঁ-২পত্নীতলা-ধামইরহাট আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খাজা মোঃনাজিবুল্লাহ্ চৌধুরী, সাবেক সহ-সভাপতি নওগাঁ জেলা বিএনপি।
উক্ত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেওয়ান মোঃ ফেরদৌস হাসান,যুগ্ন আহবায়ক ধামইরহাট উপজেলা বিএনপি,মোঃ আবু তাহের চৌধুরী মন্টু,নজিপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও পত্নীতলা থানা আহবায়ক কমিটি সদস্য।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন
পত্নীতলা ও ধামইরহাট থানার বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা৷